১. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করা হয়:
(ক) ফিজিও থেরাপি সুবিধা
(খ) অকুপেশনাল থেরাপি সুবিধা
(গ) স্পিচ এন্ড লেংগুয়েজ থেরাপি সুবিধা
২. ধরন অনুযায়ী প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে বিভন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদান করা হবে।
(ক) অর্টিফিসিয়াল লিম্ব
(খ) হুইল চেয়ার
(গ) স্ট্যাডিং ফ্রেম
(ঘ) ক্রাচ
(ঙ) হেয়ারিং এইড
(চ) সাদা ছড়ি
(ছ) দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে চশমা
এবং অন্যান্য সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরণ ও উক্ত সামগ্রীগুলো মেরামতের এবং রÿণাবেÿণের সুব্যবস্থাআছে।
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বপ্রকার তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরÿণের ব্যবস্থা আছে।
৪. প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের অসুবিধার জন্য ওয়ান স্টপ সেবা সুবিধা প্রদান করা হবে। ৫. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিÿামূলক বিনোদনের সু-ব্যবস্থা আছে। ৬. কাইন্সেলিং এব ব্যবস্থা করা আছে। ৭. অটিজমে অক্রামত্ম শিশুদের ব্রেনের স্বাভাবিক বিকাশে সহায়তা করা হয়।
৮. এছাড়াও চোখ এবং কানের বিভিন্ন ধরনের পরীÿা এবং চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS